নিজস্ব প্রতিবেদন: একদিকে কাটমানি বিতর্ক শোরগোল দলের অন্দরে। অন্যদিকে গোষ্ঠী কোন্দলের জের। ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দে উত্তপ্ত বাসন্তী। অভিযোগ, পার্টি অফিস উদ্বোধন করে ফেরার সময় দলেরই কর্মীর হাতে আক্রান্ত হয়েছে যুব তৃণমূলের ভোলা পিয়াদা (৩০)। ঘটনাটি ঘটেছে বাসন্তীর খেরীয়াতে। জানা গিয়েছে, এদিন দলীয় কার্যালয় উদ্বোধনের পর খাওয়া-দাওয়া সেরে ফিরছিলেন ওই যবুক, হঠাৎই তাঁর ওপর চড়াও হয় আদি তৃণমূলের কর্মীরা। গুরুতর আক্রান্ত হন ওই ব্যক্তিকে । 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ৬ দিন পর এমআর বাঙ্গুর হাসপাতালের নিখোঁজ রোগী মিলল এসএসকেএমে


আহতের ভাই লাল্টু পিয়াদার অভিযোগ, "বেশ কিছু যুবক অন্য দল থেকে বিতাড়িত  হয়ে তৃণমূলে এসে ঝামেলার সৃষ্টি করছে। আমরা যুব তৃণমূল করি বলে, দাদাকে একা পেয়ে  রাস্তায় রড দিয়ে মারধর করে খালের জলে ফেলে দেয় মাদার তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী।" আরও অভিযোগ, বোমাবাজিও করেও পালায় ওই দুষ্কৃতীরা। এরপর ঘটনাস্থলে আসে পুলিস।



আহত ভোলা পিয়াদা গুরুতর জঘম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।