নিজস্ব প্রতিবেদন : করোনা উপসর্গ দেখা দেওয়ায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে একটি পরিবারকে। আর এরপরই তালা লাগিয়ে দেওয়া হল এলাকার টিউবওয়েলে। সংক্রমণের ভয়ে টিউবওয়েলে তালা লাগিয়ে দেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে হাওড়া বনবিহারী বোস রোডে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টিউবওয়েলে তালা লাগিয়ে দেওয়ায় জল না পেয়ে চরম সমস্যায় পড়েন এলাকার মানুষ। এ বিষয়ে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিস এসে টিউবওয়েলের তালা খুলে দেয়। এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার বনবিহারী বোস রোডের একটি পরিবারের সবাইকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। এরপরই এলাকার কয়েকজন যুবক তালা লাগিয়ে দেয় টিউবওয়েলে।


অভিযোগ, এলাকাবাসী তালা খুলতে গেলে তাঁদেরকে গালিগালাজ করে অভিযুক্তরা। এমনকি হুমকিও দেওয়া হয় তাঁদের। এদিকে জল না পেয়ে চরম সমস্যায় পড়েন এলাকার বহু মানুষ। শেষে থানায় অভিযোগ করেন তাঁরা। পুলিস এসে তালা খুলে দেয়। 


এদিকে অভিযুক্ত যুবকরা দাবি করেছেন, স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছিল যে এলাকায় যেন ভিড় না থাকে। সেই কারণে টিউবওয়েলে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। পরে অসুবিধা বুঝে তালা খুলে দেওয়া হয়েছে।


আরও পড়ুন, ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক, পড়ুয়া, পর্যটকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেন 'শ্রমিক স্পেশাল'