নিজস্ব প্রতিবেদন: বিক্রি করা হচ্ছে ডলফিন। খবর পেয়েই সেটিকে উদ্ধার করল বন দফতরের কর্মীরা। গ্রেফতার এক মত্সজীবী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্ষার সময়ে প্রতিবছরই কোচবিহারের কালজানি ও রায়ডাক নদীর সংযোগস্থলে দেখা মেলে ডলফিনের। গত কয়েকদিন ধরেই তুফানগঞ্জের চিলখানা চরপাড়া এলাকায় নদীতে একটি ডলফিনকে লাফালাফি করতে দেখেন এলাকাবাসী।



আরও পড়ুন-বাঁকুড়ায় ভ্যাকসিনেশন ক্যাম্পে বিশঙ্খলা, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি টিকাপ্রার্থীদের  


ওই খবর পেয়েই শুক্রবার জাল নিয়ে নদীতে হাজির হন আক্কাস আলি নামে এক মত্সজীবী। এদিন সন্ধেয় ডলফিনটি তা জালে পড়ে যায়। প্রায় ২৫ কেজির ওই ডলফিনটি তিনি ৬৫০০ টাকায় বিক্রি করে দেন সমীর সেখ নামে এক ব্যক্তিকে।


আরও পড়ুন-স্বাস্থ্যকর্মীরা ঠায় দাঁড়িয়ে, মহিলাকে নিজেই টিকা দিয়ে দিলেন আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র



এদিকে সমীর সেখ ওই ডলফিনটি(Dolphin) কেটে বিক্রি করার তোড়জোড় করছিলেন। খবর চলে যায় বন দফতরের কাছে। সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি ভাইরাল হয়ে যায়। বনকর্মীরা এসে ডলফিনটিকে উদ্ধার করলেও ফেরার সমীর। গ্রেফতার করা হয় আক্কাস আলিকে। বনদফতরের অনুমান, পাচারের উদ্দেশ্যই ধরা হয়েছিল ডলফিনটিকে।


অন্যদিকে, আজ ধৃত আক্কাস আলিকে তুফানগঞ্জ(Tufanganj) আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, সমীর সেখের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)