তুফানগঞ্জে কলেজ দখল করতে বহিরাগতদের প্রবেশ, পুলিসের ওপর ‘হামলা’ টিএমসিপি-র

এবিভিপি সমর্থকরা বাধা দিলে প্রথমে বচসা, তারপর হাতাহাতি বেঁধে যায়।  তুফানগঞ্জ থানার পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল কলেজ চত্বরে।

Updated By: Sep 17, 2019, 01:20 PM IST
তুফানগঞ্জে কলেজ দখল করতে বহিরাগতদের প্রবেশ, পুলিসের ওপর ‘হামলা’ টিএমসিপি-র

নিজস্ব প্রতিবেদন:  কলেজ দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জ মহাবিদ্যালয় চত্বর। বহিরাগতদের ঠেকাতে পুলিশের লাঠিচার্জ পুলিশের। পুলিসের ওপরই পাল্টা হামলা টিএমসিপি-র কর্মী সমর্থকদের।

 

লোকসভা নির্বাচনের পর থেকে তুফানগঞ্জ মহাবিদ্যালয় এবিভিপি দখলে চলে যায়। অভিযোগ, মঙ্গলবার সকালে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা বহিরাগতদের নিয়ে কলেজে ঢোকে। শুরু হয় ব্যাপক উত্তেজনা। এবিভিপি সমর্থকরা বাধা দিলে প্রথমে বচসা, তারপর হাতাহাতি বেঁধে যায়।  তুফানগঞ্জ থানার পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল কলেজ চত্বরে।

সিবিআই-রাজীব কুমার দড়ি টানাটানি, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হল নিজাম প্যালেস

পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গেলে আরও উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। পুলিসের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পরে পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন কলেজ ছাত্রও।

.