দিব্যেন্দু সরকার: পড়ন্ত বিকালে নবম শ্রেণীর দুই নাবালিকা ছাত্রীকে অপহরণের চেষ্টা দুই যুবকের। টানাটানি করার সময় চিৎকার চেঁচামেচি। শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। এসে পৌঁছে যায় আরামবাগ থানার মহিলা উইনার্স টিম। উদ্ধার নাবালিকাদের। চিৎকারের মধ্যেই অভিযুক্ত অপরিচিত দুই যুবক পলাতক। নবম শ্রেণীর যমজ দুই ছাত্রীকে অপহরণের চেষ্টা। ছাত্রীদের চিৎকার চেঁচামেচিতে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। মুহূর্তেই এসে পৌঁছায় পুলিসের মহিলা উইনার্স টিম। অভিযোগ দেই সিসিটিভি চেক করে তদন্ত করছে পুলিস। 
শুক্রবার বিকালের পর আরামবাগের পারুলের নবম শ্রেণীর দুই ছাত্রী টিউশন পড়তে বেড়িয়ে ছিল। তারা একটা টোটোয় চেপে গন্তব্যে পৌঁছানোর সময় দুটি অপরিচিত যুবক ওই টোটোতে ওঠে। দুই ছাত্রীকে ভয় দেখিয়ে বলে বাসস্ট্যান্ড যাবার কথা, না হলে মেরে ফেলবে এমনটাই অভিযোগ ছাত্রীদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই দুই যুবক আবারও বাসস্ট্যান্ডে এসে দুই পড়ুয়াকে ভয় দেখিয়ে টোটো করে নিয়ে যাবার সময় চাঁদুর নিমতলার কাছে গিয়ে দুই ছাত্রী চিৎকার চেঁচামেচি করে। স্থানীয় লোকজন বের হতেই দুই যুবক চম্পট দেয় এমনটাই অভিযোগ। এরপর এলাকাবাসী তাদের মুখ থেকে সমস্ত ঘটনা জানার পরই আরামবাগ থানার মহিলা উইনারস টিম পৌঁছে যায়। 


জানা গিয়েছে, ওই ছাত্রীদের বাড়ি আরামবাগের পারুল এলাকায়। আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের এই নাবালিকার পরিবারের। বড়সড় ঘটনার হাত থেকে দুই ছাত্রী বাঁচলেও এটি অপহরণের চেষ্টা না অন্য কিছু ? তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিস।


আরও পড়ুন:Siliguri: শরীরে কালশিটের দাগ! আত্মহত্যা না কি খুন? নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারে ঘনাচ্ছে রহস্য...


উল্লেখ্য, বুধবার গভীর রাত থেকে নিখোঁজ থাকা মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগ আক্রান্ত এক যুবতীর মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে এক কিলোমিটার দূরে। একটি পুকুরের মধ্য থেকে পাওয়া যায় তার দেহ। মৃত যুবতীর নাম তুলি বর্মন, বয়স ২৫ বছর। বাড়ি বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর গ্রামে। এদিন সকাল ১১ টা নাগাদ চকঘটক গ্রামে সরকারি জলপ্রকল্পের পাশে একটি পুকুর থেকে পচা-গলা মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা।


এরপর খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। তড়িঘড়ি পুলিস এসে মৃতদেহ উদ্ধার করেছে। মৃত এই যুবতীর মৃগী রোগ ছিল বলে দাবি পরিবারের। বুধবার গভীর রাত থেকে নিখোঁজ হয়ে যান। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন পরিবারের লোকজন খোঁজখবর করলেও তার কোনও সন্ধান করতে পারেননি। সাধারণত তুলি বর্মন খুব বেশি বাইরে যাতায়াত করতেন না। তাই বুধবার গভীর রাতে হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর চিন্তিত হয়ে পড়েন তার পরিবার সদস্যরা। 


আরও পড়ুন:Eastern Railway: বিভ্রান্ত হবেন না! ৩০ সেকেণ্ড নয়, স্টেশনে পর্যাপ্ত সময়ে দাঁড়াবে ট্রেন...


 



 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)