নিজস্ব প্রতিবেদন: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাইরুইপুর থানার কালাবড়ুর এলাকায়। মৃতদের নাম মহিনুদ্দিন গাজি (৩২) ও আলিনুর গাজি (২৭)। তাঁরা বালি ও স্টোনচিপের গাড়িতে খালাসির কাজ করতেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ঝাড়খণ্ডে পাচারের পথে উদ্ধার আট লাখ টাকার রুপো 


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে দুজনে ক্যানিংয়ের দিক থেকে বারুইপুরের দিকে আসছিল। বারুইপুর থানার কালাবড়ুর এলাকায় একটি লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে।


ভোরেই বারুইপুর থানার পুলিসের কাছে ঘটনার খবর যায়। পুলিস ঘটনাস্থলে যায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মহিনুদ্দিন ও আলিনুরকে। সঙ্গে সঙ্গে দুজনকে আনা হয় বারুইপুর হাসপাতালে। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।


আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের মধ্যে কেপমারির চেষ্টা, ধৃত


ঘাতক লরি নিয়ে চালক পলাতক। পুলিস ওই লরির খোঁজ শুরু করেছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে, মৃতরা হেলমেট ব্যবহার করেছিল কি না। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, কুয়াশার জন্য দৃশ্যমানতা ভোরের দিকে খুব কম থাকে। সেই কারণেও দুর্ঘটনা ঘটতে পারে।