নিজস্ব প্রতিনিধি:  ১০০ টাকা চুরি সন্দেহে ২ নাবালককে বিদ্যুতের শক দেওয়ার অভিযোগ উঠল দোকান মালিকের বিরুদ্ধে। জলপাইগুড়ি জেলার মালবাজারের ওদলাবাড়ির ঘটনা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পড়াশুনোয় অমনোযোগী হওয়ায় বাবার বকুনি, অভিমানে আত্মঘাতী পড়ুয়া
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওদলাবাড়ি চা-বাগানের বাবুজোত লাইনের ধারেই সালিব ওঁরাওয়ের পানের দোকান। ওই এলাকারই বস্তিতে থাকে ৮ বছরের কপিল ও ১৩ বছরের অবিনাশ ওঁরাও। সালিবের দোকানের সামনেই খেলত তারা। কিছুদিন আগে ওই দোকান থেকে খোয়া যায় ১০০ টাকা। সালিবের নজর গিয়ে পড়ে কপিল ও অবিনাশের ওপর। প্রাথমিক পর্যায়ে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে সালিব। কিন্তু তাতে কাজ না হওয়ায়, মঙ্গলবার প্রকাশ্যেই তাদের বিদ্যুতের শক দেয় সালিব।  


আরও পড়ুন: বাড়িতে ঢুকে প্রৌঢ়াকে রাতভর ‘গণধর্ষণ’, অভিযোগ নিল না পুলিশ
স্থানীয়রা জড়ো হলেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। দুই নাবালক মালবাজার মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।