নিজস্ব প্রতিবেদন:  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে চায়ের দোকানে ঢুকে পড়েল লরি।  আর ওই দোকানেই গিয়েছিল দুই ভাই।  দিওয়ালির পরদিনই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভাইয়ের।  বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার  চাপড়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জেল থেকে ছাড়া পাওয়ার পর পকেট ভরতেই ব্যাঙ্ক ডাকাতি, জানল কুখ্যাত ডাকাত


বৃহস্পতিবার সকালে সুবান ঢাকি ও সাবদুল ঢাকি  চাপড়ার বিডিও অফিসের সামনে  চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, “দোকানদার বলেছিলেন সাবধান দাদা। একটু সরে যান। কিন্তু চায়ের  ভাঁড়ে  চুমুক দিয়ে গল্পে মত্ত দুই ভাই কিছুই বুঝে উঠতে পারেননি। কিছু বুঝে ওঠার আগেই  সব শেষ।”দেখা যায় হুড়মুড় করে একটি লরি দোকানে ঢুকে পড়ে।  দোকানের সামনেই পাতা বেঞ্চে বসে ছিলেন দুই ভাই। লরির চাকায় পিষ্ট হয়ে যায় তাঁদের দেহ।  ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।  


আরও পড়ুন: অনুষ্ঠান সেরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় ফের মৃত্যু গায়কের!


দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। আহত ব্যক্তিকে প্রথমে চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণনগরে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।