নিজস্ব প্রতিবেদন:  ঘোলার খালপাড় থেকে দুই যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানতে পারেনি পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়়ুন: কেডি সিংয়ের ২৩৮কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি


সোমবার সকালে ঘোলার সদরহাটের খেপড়ি বিলের ধারে দুই যুবকের দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিস। ডুবুরি নামিয়ে দেহ দুটি উদ্ধার করা হয়।  মৃত দুই যুবকের দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে দুই যুবককে। তবে কোনও বিষপ্রয়োগ করেও খুন করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।


আরও পড়ুন: লটারি প্রতারণার টাকা কলকাতা থেকে সোজা যাচ্ছিল দাউদের কাছে? বিস্ফোরক তথ্য


তবে ওই দুই যুবককে এলাকার কোনও ব্যক্তি শণাক্ত করতে পারেননি। তাঁদের নাম পরিচয়ও এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্যত্র ৪-৫ দিন আগে দুই যুবককে খুন করা হয়েছে। তারপর প্রমাণ লোপাটের জন্য দেহ ঘোলার খালপাড়ে ফেলে দেওয়া হয়েছে। সূত্র খুঁজছে পুলিস। তবে তার আগে দেহ দুটি শণাক্তকরণের চেষ্টা করছে পুলিস। দেখছেন।  মৃতদেহগুলির পরিচয় জানার জন্য ঘোলা থানার পুলিশ রাজ্যের বিভিন্ন থানা গুলির কাছে বার্তা পাঠিয়েছে।