নিজস্ব প্রতিবেদন: কৌটো বোমা বিস্ফোরণে আহত দুই কিশোরী। ঘটনাটি ঘটেছে কেএলসি থানা এলাকার হাতিশালা এলাকায়। তদন্তে কেএলসি থানার পুলিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




আহত দুই কিশোরী সবেরা খাতুন ও  শাহিনুর মোল্লা ভাঙড়ের  হাতিশালার বাসিন্দা। বাড়ির পাশের একটি পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে সাইনুর একটি কৌটো পড়ে থাকতে দেখে। সেটি তুলে খুলতে না পেরে কৌতুহলবশত গাছের গোড়ায় আছাড় মারে। ফেটে যায় বোমাটি, ছিটকে পড়ে যায় শাহিনুর মোল্লা। পাশে ছিল সাবেরা খাতুন। আহত হয় সেও। দুজনকে স্থানীয় প্রাথমিক জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সক প্রাথমিক চিকিৎসার পর কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেন। 


'হেরে গিয়েছে বিজেপি, তাই নিগ্রহ বিরোধীদের', কেজরিওয়ালকে চড় প্রসঙ্গে তীব্র নিন্দা করে টুইট মমতার
পুকুর পাড়ে এই বোমা কোথা থেকে এসেছে তা নিয়ে চাঞ্চল্য এলাকায়।  ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।