'হেরে গিয়েছে বিজেপি, তাই নিগ্রহ বিরোধীদের', কেজরিওয়ালকে চড় প্রসঙ্গে তীব্র নিন্দা করে টুইট মমতার
প্রসঙ্গত, শনিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চড় মারে এক ব্যক্তি৷ সেসময় হুডখোলা জিপে প্রচার করছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ আচমকাই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি উঠে পড়ে গাড়ির ওপর। কিছু বুঝে ওঠার আগেই অরবিন্দ কেজরিওয়ালের গালে চড় মারেন তিনি৷
নিজস্ব প্রতিবেদন: ''বিরোধী দলের নেতাদের নিগ্রহ ও আক্রমণ প্রমাণ করছে, বিজেপি নির্বাচন ইতিমধ্যেই হেরে গিয়েছে৷ আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি৷'' দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে থাপ্পড় মারার ঘটনার টুইটারে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
Political vandalism. Political goondaism. Political vendetta. Maligning and attacking Oppn leaders show that BJP have lost the election and are making desperate attempts. We condemn the attack on @ArvindKejriwal We are all with you, Arvind
— Mamata Banerjee (@MamataOfficial) May 4, 2019
তিনি লিখেছেন, 'রাজনৈতিক গুণ্ডামি, রাজনৈতিক প্রতিহিংসার নিদর্শন৷ বিরোধী দলের নেতাদের নিগ্রহ ও আক্রমণ প্রমাণ করছে, বিজেপি নির্বাচন ইতিমধ্যেই হেরে গিয়েছে৷ আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি৷ আমরা সবাই কেজরিওয়ালের পাশে রয়েছি৷'
প্রসঙ্গত, শনিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চড় মারে এক ব্যক্তি৷ সেসময় হুডখোলা জিপে প্রচার করছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ আচমকাই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি উঠে পড়ে গাড়ির ওপর। কিছু বুঝে ওঠার আগেই অরবিন্দ কেজরিওয়ালের গালে চড় মারেন তিনি৷ ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান কেজরিওয়াল। এরপর ওই ব্যক্তি তাঁর গলায় ধাক্কা দেয়। ততক্ষণে অবশ্য কেজরিওয়ালের দেহরক্ষীরা তাঁকে টেনে নীচে নামিয়ে আনেন।
সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম গাঢ় খয়েরি রংয়ের পোশাক পরা ওই ব্যক্তির নাম সুরেশ।