নিজস্ব প্রতিবেদন:  একই সঙ্গে বন্ধ হয়ে গেল হুগলির দুটি জটমিল। সোমবার সকালে রিষড়া হেস্টিং জুটমিল ও চাঁপদানি নর্থব্রুক জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। কর্মহীন হলেন  প্রায় ৪  হাজার শ্রমিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: চলছে মেয়র পদের নির্বাচন ভোটগ্রহণ, ভোট দিতে ছোটো লালবাড়িতে শোভন!


সোমবার সকালে কাজে গিয়ে গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখেন শ্রমিকরা। কাঁচামালের জোগান না থাকায় বেশ কিছুদিন ধরে সপ্তাহে চারদিন চলছিল হেস্টিং মিল।


 আরও পড়ুন: ফেসবুকে পরিচিত গৃহবধূর সঙ্গে সহবাস, ঘনিষ্ঠ ছবি ফাঁসের হুমকি, অতঃপর...


দুটি জুটমিল একসঙ্গে বন্ধ হওয়ায় সমস্যায় আট হাজার শ্রমিক। অন্যদিকে, অন্যায়ভাবে মিল বন্ধ করা হয়েছে বলে দাবি জানিয়ে মিলের সামনে সন্ধ্যা বাজারে  রাস্তা অবরোধ করেন শ্রমিকরা।  আর্থিক মন্দা ও কাঁচামালের অভাব-এই দুই কারণ দেখিয়ে রিষড়া হেস্টিং জুটমিলে সাসপেনশনের নোটিশ দেয় কর্তৃপক্ষ। সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা মিলে ঢুকতে পারেননি। মিল দ্রুত না খুললে আগামীদিনে বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা।