রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত ২
স্টেশনে রয়েছে ফুট ব্রিজ,রয়েছে লেভেল ক্রসিং, স্টেশন থেকে নেমে গন্তব্যে যাওয়ার জন্য পাকা রাস্তাও রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ফের রেল লাইন ধরে হাটতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ২জনের। মৃতদের পরিচয় এখন জানা যায়নি।ঘটনাটি ঘটেছে রামরাজাতলা স্টেশনের কাছে।
আরও পড়ুন: বিজেপি দেবতাকে বিক্রি করে, জঙ্গলমহলে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী
স্টেশনে রয়েছে ফুট ব্রিজ,রয়েছে লেভেল ক্রসিং, স্টেশন থেকে নেমে গন্তব্যে যাওয়ার জন্য পাকা রাস্তাও রয়েছে। অথচ রেল লাইন ধরে যাবার প্রবণতা কমেনি। কিছুদিন আগে জি ২৪ ঘণ্টার পর্দায় তুলে ধরা হয়েছিল সেই ছবি। তবুও ফেরেনি হুঁশি। বন্ধ হয়নি রেললাইন ধরে চলাচল। এরই মাশুল দিতে হল দুজনকে।
আরও পড়ুন: ‘মামাবাড়ির কথায় আলাপ’, সেই থেকেই অনুব্রতকে ভালবাসেন মমতা
সোমবার দুপুরে রামরাজাতলায় রেললাইন ধরে যাচ্ছিলেন দুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, পিছন থেকে ট্রেন এসে পড়ায় তাঁরা সরতে পারেননি। ট্রেন হর্ন বাজালেও তা কানে যায়নি তাঁদের। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন দুজনে। তাঁদের মাথায় গভীর চোট লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জি আর পি ও এর পি এফ তদন্ত শুরু করেছে।