রণজয় সিংহ: ডেলিভারির সময়ে উধাও মোবাইল! ক্রেতাদের কাছে পৌঁছচ্ছে খালি বক্স! কীভাবে? পুলিসের জালে অনলাইন সংস্থারই দুই কর্মী। ঘটনাস্থল মালদহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেনাকাটার জন্য এখন আর দোকানে যেতে হয় না। মোবাইলই হোক কিংবা খাবার, অনলাইনে অর্ডার করলে চলে আসে বাড়িতে। তাহলে? অভিযোগ, মালদহে অনলাইনে মোবাইল বুক করে প্রতারণার শিকার হচ্ছিলেন ক্রেতারা। মোবাইল গায়েব, আসছিল শুধু খালি বাক্স! 


তারপর? অনলাইন সংস্থায় অভিযোগ দায়ের করেন ক্রেতারা। কিন্তু কীভাবে এমন ঘটনা ঘটছে, তা বুঝে উঠতে পারছিলেন অনলাইন সংস্থার আধিকারিকরা। শেষে থানায় অভিযোগ করেন তাঁরা। তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করেছে পুলিস।


আরও পড়ুন: Kultali: কাশ্মীরের নাবালিকা উদ্ধার জয়নগরে, অভিযুক্ত কুলতলির হাকিমা মোল্লা


জানা গিয়েছে, ধৃতেরা হল সুমন ঘোষ ও সাহেব মাঝি। একজনের বাড়ি মালদহেরই সাহাপুরের  ডিস্কো মোড়ে, আর একজন বিহারের বাসিন্দা। দু'জনেই এক দামী অনলাইন বিপণীর কর্মী। পুলিসের দাবি, ক্রেতাদের কাছে ডেলিভারির সময়ে বাক্স খুলের মোবাইল চুরি করে নিত ধৃতেরা। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)