নিজস্ব প্রতিবেদন:   নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা। দুর্ঘটনায় নিহত ২ পুলিসকর্মী সহ তিন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতদের নাম তরুণকুমার দাস, প্রভাস মাহাতো ও মহম্মদ মাসুদ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিস কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, সোমবার সকালে প্রাইভেট গাড়িতে কলকাতায় যাচ্ছিলেন ওই তিন পুলিসকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, নাকাশিপাড়ার কাছে গাড়ির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। স্থানীয় গাছা বাজারের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটি। দুর্ঘটনার জেরে গাড়ির সামনের অংশ থুবড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ পুলিস কর্মী সহ ৩ জনের।


আরও পড়ুন: শিশুর দেহ ফুঁড়ে লোহার রড ঢুকে গেল মায়ের শরীরে, হাড়হিম দৃশ্যে বুলি হারালেন প্রত্যক্ষদর্শীরা


ঘটনার পর বেশ কিছুক্ষণ এলাকায় যানজট তৈরি হয়। পরে পুলিস গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও লরিটিকে সরিয়ে নিয়ে যায়। তবে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিস। অভিযোগ, লরি, গাড়ি থামিয়ে টাকা আদায় চলে। তোলার হাত থেকে বাঁচতে দ্রুত গতিতে গাড়ি চালান চালকরা। দুর্ঘটনা নিয়ন্ত্রণে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ দেখান তাঁরা।