নিজস্ব প্রতিবেদন: নাবালিকা পাচারকারিকে গ্রেফতার করতে গিয়ে ধুন্ধুমারকাণ্ড। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি পাচারকারিদের। ঘটনায় আহত এক মহিলা পুলিস কর্মী-সহ ২।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১ জানুয়ারি ধূপগুড়ি থানায় সোনাখালি এলাকার এক ব্যক্তি তাঁর নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ মিলতেই পুলিস তদন্তে নামে। চলতি সপ্তাহেই ইসলামপুর থানা এলাকা থেকে উদ্ধার হয় ওই নাবালিকা। উদ্ধারের পর ওই নাবালিকাকে জিঞ্জাসাবাদ শুরু করে ধূপগুড়ি থানার পুলিস।  তার থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়।
 


রবিবার বিকালে ধূপগুড়ি থানায় খবর যায় আলিপুরদুয়ারের ফালাকাটায় ওই অভিযুক্ত গা ঢাকা দিয়ে আছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ধূপগুড়ি থানার টিম রওনা দেয় ফালাকাটায়। অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তাকে আটকাতে গিয়ে ধস্তাধস্তিতে এক মহিলা পুলিস কর্মী ও তদন্তকারী অফিসার আহত হন। ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

আরও পড়ুন: আমেরিকায় থাকেন ছেলে, টালিগঞ্জে ফাঁকা বাড়িতে পড়ে শরীরে পচন ধরল মায়ের!


ধৃতের নাম রাহুল ওরফে মফিজুল ওরফে বাবু হোসেন। ধৃতের বাড়ি অসমের কোকড়াঝাড় জেলার বেচানীপাড়া এলাকায় বলে জানা গিয়েছে।