নিজস্ব প্রতিবেদন : চাহিদা মতো টাকা না দেওয়ার বৃহন্নলাদের হাতে আক্রান্ত দুই ট্রেন যাত্রী। ঘটনাটি ঘটেছে সোনারপুরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ট্রেনে উঠে রীতিমতো ট্রেন যাত্রীদের উপর অত্যাচার, তাঁদের সাথে অশালীন ব্যবহারের অভিযোগ আগেই উঠেছিল একদল বৃহন্নলার বিরুদ্ধে। এবার চাহিদা মত টাকা না দেওয়ার অপরাধে দুই ট্রেন যাত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষ গ্রাম ও সোনারপুর স্টেশনের মধ্যে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুজন হালদার ও তাঁর দিদি স্নেহলতা হালদার নামে দুই ভাই বোন। 


এই ঘটনায় আক্রান্তরা সোমবার রাতেই সোনারপুর জিআরপি-তে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিস। পুলিশ সূত্রে খবর, বালিগঞ্জের কসবা এলাকার বাসিন্দা এক পরিবারের চার সদস্য সোমবার সন্ধ্যায় লক্ষ্মীকান্তপুর থেকে আপ শিয়ালদা লোকাল ধরেন বাড়ি ফেরার জন্য। ব্যক্তিগত কাজে তাঁরা লক্ষ্মীকান্তপুর এলাকার করণজলিতে গিয়েছিলেন। 


সেখান থেকে ফেরার পথে ট্রেনে একদল বৃহন্নলা ট্রেনে ওঠেন। অভিযোগ, অন্যান্য যাত্রীদের মত তাঁদের কাছেও বৃহন্নলাদের দল টাকা চায়। সামান্য কিছু টাকা দিলে তাঁরা তা নিতে অস্বীকার করেন। পাল্টা অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। এই ঘটনার প্রতিবাদ করলে, এক যুবককে বেধড়ক মারধর করতে শুরু করে ওই বৃহন্নলাদের দলটি। ভাইকে মার খেতে দেখে দিদি এগিয়ে এলে, তাঁকেও বেধড়ক মারধর করা হয়।


আরও পড়ুন, Siliguri: 'আলাদা করা যাবে না', একই ওড়নার ফাঁসে আত্মঘাতী দুই বান্ধবী


Galsi Murder: স্ত্রী'কে 'উত্যক্ত করত' প্রতিবেশী যুবক, প্রতিবাদ করে 'চরম পরিণতি' স্বামীর


Bandel Wife Murder: "ওকে মারতে চাইনি..." পরপুরুষে 'আসক্তি'? তৃতীয় স্ত্রীকে খুন করে ধরা দিল স্বামী


Dowry Torture: 'পণের টাকা না মেটালে মা হতে পারবে না,' ভালোবেসে বিয়েতে 'ফতোয়া', চরম পরিণতি যুবতীর


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App