নিজস্ব প্রতিবেদন : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্বামীর। এদিকে স্বামীর মৃতদেহের অধিকার কে পাবেন? সেই অধিকারের লড়াই নিয়ে হাসপাতাল চত্বরের মধ্যেই কাজিয়া বাঁধল দুই স্ত্রীয়ের মধ্যে। ঘটনাটি বর্ধমানের কাটোয়ার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন সালার পাওয়ার ডিভিশনের কর্মী সতনাম সিংহ। কাটোয়া হাসপাতাল আনার পথেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসে হাজির হন দুই স্ত্রী-ই। দুই ছেলে ও শাশুড়িকে নিয়ে হাসপাতালে আসেন প্রথম স্ত্রী কাঞ্চনা দত্ত। অন্যদিকে আড়াই বছরের শিশুকন্যা কোলে আসন দ্বিতীয় স্ত্রী পুতুল বিবি। দুজনেই সতনাম সিংহকে নিজের স্বামী বলে দাবি করেন।


আরও পড়ুন, হোটেলে রাত্রিযাপনে জোড়া লাগল 'ভেঙে যাওয়া' দাম্পত্য


স্বামীর মৃতদেহের অধিকার নিয়ে দুই স্ত্রীর ঝগড়া দেখতে ভিড় জমে যায় হাসপাতাল চত্বরে। বেশ কিছুক্ষণ কাজিয়া চলার পর হাসপাতাল কর্তৃপক্ষ কাঞ্চনা দত্তের হাতেই তুলে দেয় সতনামের মৃতদেহ। যদিও এত সহজে স্বামীর অধিকার ছাড়তে নারাজ পুতুল বিবি। নিজের অধিকার আদায়ে আইনের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।