নিজস্ব প্রতিবেদন: ফের পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। এবার ঘটনাস্থল বিরাটির উত্তর সপ্তগ্রাম। সাইকেলের সামান্য ধাক্কা লাগায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুই মহিলা ব্যক্তির বিরুদ্ধে। আজ সকালে হাসপাতালে সেই ব্যক্তির মৃত্যু হতেই এলাকায় শুরু হয় তুমুল বিক্ষোভ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সন্তানরা আবর্জনা ভেবে ছুড়ে ফেলে দিয়েছে, মায়ের সম্মানে বৃদ্ধাকে নিয়ে গেল পুলিস


ঠিক কোথায় ঘটনার সূত্রপাত, স্থানীয়রা বলছেন, পয়লা ফেব্রুয়ারি ছেলেকে নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিকাশ মাঝি নামে এক ব্যক্তি। অভিযোগ, সেই সময় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন দুই মহিলা। স্থানীয়দের দাবি, বারবার বেল বাজালেও রাস্তা থেকে সরেননি মহিলারা। পাশ কাটিয়ে যাওয়ার সময় সাইলেকের একটা অংশ মহিলাদের গায়ে লাগে। 


আরও পড়ুন: বসিরহাটে স্বামীকে ঢালাও মদ খাইয়ে নববধূকে 'গণধর্ষণ' করল বন্ধুবান্ধবরা


বিকাশকে হিঁচড়ে  নামিয়ে বেধড়ক মারধর করা হয় তখনই। অভিযুক্ত সুমিতা সিংহ, দিপালী দাস ও তাঁর স্বামী সুজয় দাস। মারধরে বিকাশ অজ্ঞান হয়ে যান। পরিবারের লোকজন খবর পেয়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। আজ কলকাতার SSKM-এ তাঁর মৃত্যু হয়। খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর যায় নিমতা থানায়। বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্তরা। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিস।