নিজস্ব প্রতিবেদন: অজয়ের জলের তোড়ে ভেঙে গিয়েছে  শাঁখাই -কাটোয়া ফেরিঘাট। তাও প্রায় দু বছর আগে। হাজার হাজার মানুষ দুর্ভোগে ভুগছেন। সবাই জানে সমস্যা। কিন্তু সমাধান হয়নি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সংগ্রহশালা থেকে পর্যটকদের আবাস, ভাসমান ক্যাফেটেরিয়ায় সেজে উঠল বহরমপুর


অজয়, ভাগীরথীর তীরে গড়ে ওঠা কাটোয়া ব্যস্ত শহর।  স্কুল,কলেজ, হাসপাতাল, অফিস,আদালতে যেতে বহু মানুষকে  শাঁখাই ফেরিঘাট ব্যবহার করতে হয়।  ১৯৬৯ সালে এই পথে ফেরি সার্ভিস শুরু হয়েছিল। গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটের বেহাল দশা। দেড় বছর ধরে ভাঙা জেটি।  বেহাল ফেরিঘাট সংস্কারের কোনও  উদ্যোগ নেওয়া হয় নি বলে অভিযোগ। ফেরিঘাটে কোন আলোর ব্যবস্থা নেই।  সন্ধ্যার পর যাত্রীদের যাতায়াতে চরম সমস্যায় পড়তে হয়। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন  হাজার হাজার যাত্রী। 


 সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন  মহকুমা শাসক। প্রশান্ত রাজ শুক্লা,  মহকুমাশাসক, কাটোয়া। ২০১৮ সালে অজয়ের  জলের তোড়ে ভেসে যায় কংক্রিটের  জেটি। তারপর থেকে শুরু হয়েছে দুর্ভোগ। দুর্ভোগের শেষ কোথায়। প্রশ্ন তুলছেন তিতিবিরক্ত বাসিন্দারা।