নিজস্ব প্রতিবেদন: অসচেতনতার মাসুল দিতে হল দুই যুবককে। রেল লাইনে বসে গল্প করছিলেন দুই বন্ধু। তাদের পিষে দিয়ে গেল দ্রুত গতিতে আসা ট্রেন। ক্যানিংয়ের পিয়ালির ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অমৃতসর দুর্ঘটনার পরই গাড়িতে পালাচ্ছেন কংগ্রেস নেতা, দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও  


সম্প্রতি অমৃতসরে ট্রেন পিষে দিয়ে গিয়েছে ৬০ জনকে। সেখানে রাবণ দহনের বাজির আওয়াজে চাপা পড়ে যায় ট্রেনের শব্দ। তবে ক্যানিংয়ের ঘটনায় সেরকম কেনাও বিষয় ছিল না। ওই দুই যুবকের সঙ্গে ছিলেন এক তরুণীও। সেই তরুণীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।


প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার রাতে তিনজন রেল লাইনে বসে গল্প করছিলেন। সেসময় ডাউন ঘুটিয়ারি লোকাল এসে পড়লে কেউ ওঠার সময় পাননি। ট্রেনে কাটা পড়ে যান ওই দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতীক মণ্ডল নামে এক যুবকের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অন্য এক যুবকের। কিন্তু আশ্চর্যের বিষয় হল তরুণীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।


আরও পড়ুন-বজবজে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে আহত ১


এদিকে, অন্য একটি সূত্রে খবর পিয়ালি স্টেশনে ঢোকার মুখে ওই ঘটনা ঘটে। তিনজন বসেছিল একটি রেল সেতুর ওপরে। তবে তিন জনের কানেই হোডফোন ছিল বলেও কেউ কেউ দাবি করছেন। ফলে ট্রেন হর্ন দিলেও তারা হয়তো শুনতে পাননি বা সেতু থেকে সরার সময় পাননি।