নিজস্ব প্রতিবেদন : কাউকে চোখে দেখা যাচ্ছে না। অথচ সন্ধ্যা হলেই কে যেন বাড়িতে ইট পাটকেল ছুঁড়ছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বর্ধমানের কুলটির তাঁতিপাড়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সরস্বতী পুজোর সময় থেকেই উত্পাত শুরু। রাত হলেই কেউ বা কারা এসে বাড়িতে ইট, পাটকেল ছুঁড়ছে। এই ঘটনায় আহতও হন বেশ কয়েকজন। অথচ কে বা কারা এই কাজ করছে, সে সম্বন্ধে এখনও পর্যন্ত বিন্দু বিসর্গ কেউ কিছু বুঝতে পারছে না। স্বভাবতই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।


আরও পড়ুন, পঞ্চায়েত ভোটের আগে কল্পতরু অমিত; বাজেটে চমক 'রূপশ্রী', 'মানবিক'


স্থানীয় বাসিন্দাদের দাবি, এটা কোনও 'অশরীরী আতঙ্ক' নয়। অবিলম্বে এই ঘটনার পিছনে কে বা কারা আছে, তা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, পালা করে এলাকা পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসী।