সল্টলেকের বন্ধবাড়ি থেকে উদ্ধার নিরাপত্তারক্ষীর পচাগলা দেহ
ঘটনায় ঘণীভূত হয়েছে রহস্য। যদিও কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: সল্টলেকের একটি বাড়ি থেকে উদ্ধার নিরাপত্তারক্ষীর মৃতদেহ। রবিবার সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা বিধাননগর থানায় খবর দেয়। এরপর একতলায় ঘরের পাশের বাথরুম থেকে নিরাপত্তারক্ষীর পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিস। জানা গিয়েছে, খারদা এলাকার বাসিন্দা মৃত স্বপন সরকার। ঘটনায় ঘণীভূত হয়েছে রহস্য। যদিও কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাছ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ
পুলিস সূত্রে খবর, সল্টলেকের এডি ব্লকের ১৪৮ নম্বর ওই বাড়িটি নিয়ে মামলা চলছিল। বাড়িতে যাতে কেউ না ঢুকতে না পারে সে কারণেই সিসিটিভি ক্যামেরাসহ দুজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। সূত্রের খবর, গত ৪ দিন ধরে আরেকজন নিরাপত্তারক্ষী কাজে আসছিল না। যে সংস্থা বাড়িতে নিরাপত্তারক্ষী নিয়োগ করেছিলেন সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।