তন্ময় প্রামাণিক: ইছাপুরের ১৮ বছরের তরুণের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার ঘটনায় তত্পর হলো পুলিস। করোনা সন্দেহে পরপর ৪ সরকারি ও বেসরকারি হাসপাতাল ফিরিয়ে দেয়  ওই তরুণকে। ঘটনায় বেলঘড়িয়া থানায় FIR দায়ের করে মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটি নার্সিংহোমে পৌঁছেছে পুলিস। ছেলের মৃত্যুতে রাজ্যের হাসপাতালগুলোর দিকেই আঙুল তুলেছেন ইচ্ছাপুরের দম্পতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার সকালে দোষীদের শাস্তি চেয়ে তদন্তের দাবি করেছেন সন্তানহারা দম্পতি। জানা যাচ্ছে, কেন তাঁদের এই ৪টি হাসপাতাল ভর্তি না নিয়ে ফিরিয়ে দিল, সন্তানের মৃত্যুর জন্য দায়ী কে, এবং তাঁদের সন্তান আদৌ করোনা আক্রান্ত ছিল কিনা এই প্রশ্নগুলি FIR-এ  লিপিবদ্ধ করেছেন অভিযোগকারীরা। এমন FIR রাজ্যে এই প্রথম বলেই পুলিসসূত্রে খবর। 


গতকাল ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অসুস্থ ছেলেকে নিয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন দম্পতি। করোনা সন্দেহে সকলেই তাদের ফিরিয়ে দেয় বলে অভিযোগ। কামারহাটি ইএসআই, সাগরদত্ত হাসপাতাল ও একটি নার্সিংহোমের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। 


জানা গিয়েছে, এরপর রোগীর মা আত্মহত্যার হুমকি দেওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি নেওয়া হয় তাঁকে। কিন্তু পরিবার জানায়, সেখানেও চিকিৎসা না করে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় রোগীকে। শুক্রবার দিনভর হয়রানির পর রাতেই মৃত্যু হয় তরুণের।