নিজস্ব প্রতিবেদন: 'অভূতপূর্ব সাফল্য পেয়েছে দুয়ারে সরকার' কাজের খতিয়ান দিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তোপের পাশাপাশি অমিত শাহের সফর নিয়েও এদিন মন্তব্য করেন মমতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন কী বললেন তিনি?


* দুয়ারে সরকারে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। আগামী দিনে মডেল হবে এই প্রকল্প। 
* এখনও ২০ হাজার মতো শিবির হয়েছে
* ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হল 
* ৪ লক্ষ ৭২ হাজার কার্ড দেওযা হয়েছে স্বাস্থ্য়সাথীতে। ১ কোটি ১২ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে।
* আবেদনে অনেক ত্রুটি রয়েছে। তাঁদের বলা হয়েছে ভুল সংশোধন করে ফের আবেদন করতে।
* উন্নয়নে বিভিন্ন খাতে আরও টাকা বরাদ্দ হবে। 
* ২৮ হাজার ২৫৫ কোটি টাকা খরচ হয়েছে। 
* দুয়ারে সরকারে যাঁরা দিন-রাত কাজ করেছেন তাঁদের জন্য ৫০০০ টাকা ভাতা দেওয়া হবে। 
* রবীন্দ্রনাথকে নিয়ে অবমাননা মানব না। জনগণমন নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন তাঁদের কথা মানব না। রক্ত দেওয়ার জন্য আমরা তৈরি কিন্তু জাতীয় সঙ্গীতকে অপমান করতে দেব না।
*  যা যা বলেছেন সব পালটা বলব।
* রাজনীতির কথা বলা স্বরাষ্ট্রমন্ত্রীকে মানায় না। 
* বাংলায় সব নাগরিকই দেশের নাগরিক। মতুয়াদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার কিছু নেই। ওরা ইতিমধ্যেই নাগরিক।
* দলীয় কর্মীদের কথা যাছাই না করে বিজেপির বিশ্বাস করা উচিৎ নয়। আমার কাছে বাংলার উন্নয়নের সমস্ত তথ্য রয়েছে
* ১০ কোটি লোককে ১০০ শতাংশ দেওয়া হবে স্বাস্থ্যসাথীতে
* রাজনীতির জন্য বিজেপি যা খুশি করতে পারে