নিজস্ব প্রতিবেদন:  সিপিএমের আইন আমান্য ঘিরে আসানসোলে ধুন্ধুমার।  পুলিসের ব্যরিকেড ভেঙে ঢোকার চেষ্টা সিপিএম কর্মীদের।  পুলিসের সঙ্গে ধস্তাধস্তি। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নজরে ১০০ ভরি সোনা, জমিদার বাড়ির মেয়ে ভারতীর লকারে তল্লাশি সিআইডি-র


মঙ্গলবার রাজ্য জুড়ে আইন অমান্য কর্মসূচি পালন করেন বাম কর্মী সমর্থকরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসানসোলে মহকুমা শাসকের দফতরে বাম কর্মী সমর্থকদের মিছিল। সেই সময় সংশোধনাগারের সামনে ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা। আগে থেকেই ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিস বাহিনী। বাম কর্মীদের বাধা দিলেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের দিকে লাঠি নিয়ে তেড়ে যান পুলিসকর্মীরা। জখম হন বেশ কয়েকজন।


আরও পড়ুন: ট্রাক্টরের পিছনে পুলিসের গাড়ির ধাক্কা, মৃত ১, গুরুতর জখম ৫



অন্যদিকে, কোচবিহারেও বাম কর্মীদের আইন অমান্য কর্মসূচি নিয়ে কিছুটা উত্তেজনা ছড়ায়। কলকাতায় রাজভবনেও অভিযান চালান বাম কর্মীরা।