নিজস্ব প্রতিবেদন:  করোনা পরিস্থিতি নিয়ে সোস্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে  কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক।  আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে। পুলিস সূত্রে খবর  অভিযুক্ত যুবকের নাম বলরাম প্রামানিক।  তৃনমুলের দাবি বড়জোড়া থানার পখন্না গ্রামের বাসিন্দা বলরাম প্রামানিক বিজেপি-র আই টি সেলের কর্মী। তৃণমূলের অভিযোগ ওই  বিজেপি কর্মী মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বেড়াচ্ছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন; খাদ্যসচিবের পর এবার স্বাস্থ্যসচিব বদল, বিবেকের জায়গায় এলেন নারায়ণ স্বরূপ


বিষয়টি সামনে আসতেই  জেলা পরিষদের স্থানীয় কর্মাধ্যক্ষ সুখেন বিদ ও তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি অলোক মুখার্জী বলরাম প্রামানিকের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে  বড়জোড়া থানায় লিখিত অভিযোগ জানান।  লিখিত অভিযোগ পেতেই বড়জোড়া থানার পুলিস অভিযুক্তকে গ্রেফতার করে। বিজেপি অবশ্য ওই যুবককে তাদের দলের কর্মী বলে মানতে নারাজ। 
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।