Pension: এখন থেকে ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই পেনশন
কোভিড সিচুয়েশেনের কথা মাথায় রেখেই এই সাবধানতা অবলম্বন।
নিজস্ব প্রতিবেদন: এবার থেকে রাজ্য সরকারের আওতাভুক্ত পেনশন মিলবে বাড়িতে বসেই। মানে, কোনও পেনশন-ভোক্তার যদি নেট ব্য়াঙ্কিংয়ের সুবিধা থাকে তবে তাঁকে এই করোনাকালে আর ব্যাঙ্কমুখো হতে হবে না। তিনি ঘরে বসেই পেয়ে যাবেন টাকা। কারও যদি নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা না থাকে তবে তিনি ডেবিট কার্ড দিয়েও তুলে নিতে পারবেন তাঁর পেনশন।
কেন এমন ব্যবস্থার ভাবনা?
আসলে করোনা আবহাওয়ার মধ্যে ব্যাঙ্কে যাওয়া অসুবিধাজনক। জানা যাচ্ছে, গ্রাহকদের মধ্যে ব্যাঙ্ক থেকেও সংক্রমণ হতে পারে, এরকম একটা আশঙ্কা দানা বেঁধেছে। এদিকে মাসান্তে টাকাটাও জরুরি। তবে এই পরিস্থিতিতে যদি কেউ ব্যাঙ্কে যেতে না চান তবে তাঁদের প্রকারান্তরে বাধ্য না করে বরং তাঁদের সুবিধার্থেই এই নতুন পরিষেবা রাজ্যের। পেনশন গ্রাহকদের মুখ চেয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিল-- এবার থেকে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে গ্রাহকেরা পেনসন তুলতে পারবেন অথবা এটিএমে গিয়ে ডেবিট কার্ডের মাধ্যমেও টাকা তুলে নিতে পারবেন।
জানা গিয়েছে, আগে এই ভাবে পেনশন অ্যাকাউন্ট থেকে টাকা তোলা গেলেও ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেনশনার বা ফ্যামিলি পেনশনার তাঁর পুরো পেনশনটা তুলে নিতে পারতেন না। যা নতুন নিয়মে পারবেন। আগে গ্রাহকেরা চেক বা উইথড্রয়াল স্লিপের মারফত পুরো পেনশন তুলতে পারতেন।
আরও পড়ুন: Weather Alert! কয়েকঘণ্টার মধ্যে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা