নিজস্ব প্রতিবেদন: টিকাকরণ কেন্দ্রে (Vaccine Centre) ঝুলছে তালা। সকাল থেকে লাইনে দাঁড়িয়েও ফিরে গেলেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি ফার্মাসি কলেজে চরম হয়রানি। এই বিষয়ে প্রশাসনের কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Corona আবহে বাড়ছে রক্ত সংকট, সমস্যায় থ্যালাসেমিয়া রোগীরা


জানা গিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকাকরণ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি দিয়ে সেই সিদ্ধান্ত জানান হয়েছে। অভিযোগ, অনেক সাধারণ মানুষের কাছে সেই খবর না পৌঁছয়নি। ফলে শনিবার টিকা নিতে এসে চরম ভোগান্তির মুখে পড়লেন তাঁরা। সকাল থেকে লাইন দিয়েও মিলল না টিকা। কেন বন্ধ টিকাকরণ কেন্দ্র (Vaccine Centre) ? প্রশ্ন করলেও, কোনও সদুত্তর দিতে পারেননি জলপাইগুড়ির সিএমওএইচ-ওয়ান (CMOH-1) জ্যোতিষচন্দ্র দাস। ডেপুটি সিএমওএইচ কোর্টেই বল ঠেলে দিয়েছেন তিনি।


আরও পড়ুন: হাসপাতালে কোভিড পজিটিভ স্বামী; একাই ছিলেন বাড়িতে, ছাদে মিলল মহিলার মৃতদেহ


 অন্যদিকে শনিবার জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের পরিবহণ কর্মী ও সংবাদ মাধ্যমের কর্মীদের টিকা দেওয়ার হয়। এছাড়া জলপাইগুড়ি পুরসভার ‘প্রয়াস’ হলে হকারদেরও টিকা দেওয়া হয়।