Snake: মালখানায় ঘাপটি মেরে ছিল গোখরো, চোখে পড়তেই হুলুস্থুল আদালত চত্বর
দুপুরে হঠাৎই মালখানার ভেতর থেকে বেরিয়ে আসে পূর্ণবয়স্ক গোখরো সাপটি
নিজস্ব প্রতিবেদন:পশ্চিম মেদিনীপুরে আদালত চত্বরের মালখানায় বিষধর গোখরো। রবিবার দুপুরে হঠাৎ দেখতে পেয়ে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন কর্মীরা। খবর পেয়ে এক সর্পবন্ধু এসে উদ্ধার করেন পূর্ণবয়স্ক বিষধরটিকে।
মেদিনীপুর আদালতের শেষ প্রান্তে রয়েছে পুরনো মালখানা ও কয়েদিদের জন্য লক আপ। পুরনো এই মালখানাতে বাজেয়াপ্ত হওয়া জিনিসপত্রের ভিড়ে বিষধর গোখরো বাসা বেঁধেছিল। রবিবার মেদিনীপুর আদালত বন্ধ ছিল এমনিতেই। ভিড় কম ছিল। তা হলেও দায়িত্বে থাকা কর্মীরা সেখানে কাজ করছিলেন।
আরও পড়ুন-পিকনিক থেকে ফেরার পথে দুই দলের গন্ডগোল; গাড়ি থেকে টেনে এনে মহিলাকে ধর্ষণের অভিযোগ মিনাখাঁয়
দুপুরে হঠাৎই মালখানার ভেতর থেকে বেরিয়ে আসে পূর্ণবয়স্ক গোখরো সাপটি। তাকে দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন দায়িত্বে থাকা পুলিস ও অন্যান্য কর্মীরা। সাপটিও সঙ্গে সঙ্গে মালখানার ভেতরে ঢুকে পড়ে। খবর দেওয়া হয় মেদিনীপুরের সর্প উদ্ধারকারী সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তীকে। তিনি এসে পূর্ণবয়স্ক ওই স্পেক্টাকেল গোখরোটিকে উদ্ধার করেন।
দেবরাজ চক্রবর্তী জানান,"পূর্ণবয়স্ক প্রচন্ড বিষধর গোখরা সাপ ভেতরে ছিল। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। পুরনো মালখানার ভেতরে বাসা বেঁধেছিল সেটি।"