নিজস্ব প্রতিবেদন: এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। এবার আরও একবার বিতর্কে জরালেন তিনি। স্বাধীনতা দিবসের দিন একটি অনুষ্ঠানে গিয়ে ‘স্বাধীন ভারত অমর রহে’ স্লোগান তুললেন দিলীপ। তাঁর দেখাদেখি সেখানে উপস্থিত বাকিরাও গলা মেলালেন সেই স্লোগানে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর এতেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। দিলীপ ঘোষের এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের রোষের মুখে পড়েন তিনি। শুধু তাই নয়, জুতো পরে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনাও চোখ এড়ায়নি কারও। বিষয়টি চোখে পড়তে তীব্র কটাক্ষের মুখে পড়েন তিনি।


গত কয়েকদিন ডুয়ার্সের লাটাগুড়ির একটি বেসরকারি রিসর্টে রয়েছেন দিলীপ ঘোষ। শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রিসর্ট সংলগ্ন এলাকায় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে যান। এদিনের ঘটনায় সুর চড়িয়েছে তৃণমূলও। দলের একাধিক নেতা নেত্রী বিষয়টিকে সামনে এনি মন্তব্য করেছে। 


উল্লেখ্য, কিছুদিন আগেই  “প্রধানমন্ত্রী অমর রহে” বলে বসেছিলেন রাজ্যসভাপতি। সেবারও এই ঘটনা নিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে।