দেবব্রত ঘোষ: ট্রেন তখন চলছে। পাওয়ার কেবিনে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কেবিনের দায়িত্বপ্রাপ্ত রেলকর্মী ও জিআরপি-র দুই কনস্টেবল! ভাইরাল ভিডিয়োকে ঘিরে তোলপাড়। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bengal Safari Park: মা হল রয়্যাল বেঙ্গল টাইগার 'রিকা', বেঙ্গল সাফারি পার্কে জন্ম নিল ৩ শাবক...


রেল সূত্রে খবর, ঘটনাটি ২৪ অগাস্টের। সেদিন আপ সরাইঘাট এক্সপ্রেসে পাওয়ার কেবিনে দায়িত্বে ছিলেন কমলজিৎ প্রসাদ নামে এক রেলকর্মী। তাঁর দাবি, নিরাপত্তার কারণে পাওয়ার কেবিনে অন্য কারও ওঠার অনুমতি নেই। 


অভিযোগ, ট্রেন যখন মালদহ স্টেশনে পৌঁছয়, তখন জোর করে পাওয়ার কেবিনে ওঠার চেষ্টা করেন মাসিদুর রহমান ও সুমিত হালদার নামে দু'জন। অভিযুক্তরা জিআরপি-র কনস্টেবল পদে কর্মরত। শুধু তাই নয়, বাধা দিলে কমলজিৎকে নাকি মারধরও করেন তাঁরা! এরপরই শুরু হয় মারপিট। সেই ভিডিয়ো-ই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।



আরও পড়ুন:  Hooghly: চন্দ্রযানের পিছনে রয়েছে তাঁদের 'বুবুন'ও! উচ্ছ্বসিত পাড়া বিলাল মিষ্টি...


এই ঘটনায় অসমে গুয়াহাটি স্টেশনে জিআরপি অভিযোগ দায়ের করেছেন পাওয়া সরাইঘাট এক্সপ্রেসে কেবিনের দায়িত্বে থাকা রেলকর্মী। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। ভিডিয়োটি সত্যতা-সহ সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)