সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিধায়কের ভিডিয়ো, গোষ্ঠী কোন্দলে সরগরম জেলা তৃণমূল
তবে তৃণমূলের অন্দরের এই কোন্দলে মুচকি হাসি বিজেপি শিবিরে। তৃণমূলের দ্বন্দ্বকেই অস্ত্র করছেন তাঁরা। এর আগেও বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান জয়ন্ত মিত্র। দলের নেতাদের হস্তক্ষেপে পরে ভুল স্বীকার করে নেন।
নিজস্ব প্রতিবেদন: আবারও দুর্নীতির অভিযোগ উঠল বিধায়কের বিরুদ্ধে। তৃণমূলের বাঁকুড়া জেলার সাধারণ সম্পাদকের ভিডিয়ো হঠাতই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এরপরই গোষ্ঠী কোন্দলে সরগরম জেলা তৃণমূল। ভিডিয়োকে হাতিয়ার করে ময়দানে নামে বিজেপিও। টার্গেট রানিবাঁধের বিধায়ক জ্যোত্স্না মাণ্ডি। একের পর এক অভিযোগ ছুড়লেন তৃণমূল নেতা জয়ন্ত মিত্র।
বাঁকুড়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় শুরু হয় জেলা তৃণমূলের অন্দরে। কিছুদিন আগেই দলের কার্যকরী সভাপতির পদ থেকে সরানো হয়েছে জয়ন্ত মিত্রকে। এখন তিনি সাধারণ সম্পাদক। অনেকেই বলেছন তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এই নেতা।
আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,২,৭০৮; একদিনে মৃত ৫৮
তবে তৃণমূলের অন্দরের এই কোন্দলে মুচকি হাসি বিজেপি শিবিরে। তৃণমূলের দ্বন্দ্বকেই অস্ত্র করছেন তাঁরা। এর আগেও বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান জয়ন্ত মিত্র। দলের নেতাদের হস্তক্ষেপে পরে ভুল স্বীকার করে নেন।