ওয়েব ডেস্ক: পাহাড়ে মোর্চার ডাকা দ্বিতীয় সর্বদল বৈঠক ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মঙ্গলবারই পাহাড়ে সেই সর্বদল বৈঠক হওয়ার কথা। কিন্তু, মোর্চার তরফে বৈঠকে যোগ দেবেন কে? সেই নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। পাহাড়ের আন্দোলন ইতিমধ্যে রক্তক্ষয়ী রূপ নিয়েছে। অধিকাংশ মোর্চা নেতাই প্রকাশ্যে আসছেন না। সোশ্যাল মিডিয়া মারফত বার্তা দিচ্ছেন। রোশন গিরি সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা দিল্লিতে রয়েছেন। তাই মোর্চার ডাকা বৈঠকেই মোর্চার প্রতিনিধিত্ব কে করবেন তা এখনও স্থির হয়নি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রামকৃষ্ণলোকে স্বামী আত্মস্থানন্দ


অন্যদিকে, গোর্খাল্যান্ডের দাবিতে আজও পাহাড়ে বিক্ষোভ দেখাচ্ছে মোর্চা। মোট ৪৫ টি জায়গায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে দলের।  সকালেই চকবাজারে জড়ো হন কয়েকশো কর্মী। গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান ওঠে। মোর্চার মিছিল ঘিরে সতর্ক প্রশাসনও। নিরাপত্তার নিশ্চিদ্র বলয়ে মুড়ে ফেলা হয় গোটা চত্বর।মোতায়েন রয়েছে পুলিস ও সেনা।


আরও পড়ুন  চার মৃত সমর্থকদের দেহ নিয়ে শান্তিপূর্ণ মিছিল করলেন গুরুংরা