প্রসেনজিৎ মালাকার: দায়সারা রবীন্দ্র জন্মজয়ন্তী পালন বিশ্বভারতীতে। নেই কোনও করোনা সংক্রমণ। প্রাকৃতিক দুর্যোগেরও এখনও কোনও পূর্বাভাস নেই। তাও 'বিশেষ পরিস্থিতির' ছুতোয় দায়সারা ভাবে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করছে বিশ্বভারতী। ২৫ বৈশাখের দুটি মূল অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। সোমবার বিশ্বভারতীর তরফে প্রকাশিত নতুন সূচিতে অন্তত তেমনটাই দেখা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, অমর্ত্য সেনের জমি বিতর্ক যেন থামতেই চাই না। সেই জন্যই অমর্ত্য সেনের বাসভবন প্রতিচির সামনে এখনও ধরনা মঞ্চ অব্যাহত। বিশ্বভারতী বাঁচাও কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই ধরনা মঞ্চের। সূত্রের খবর, ধরনা মঞ্চ চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই বিশ্বভারতী তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন: Bhangar: 'সন্ধ্যের পরে বাতি ধরানোর লোকও থাকবে না’, তৃণমূলকে হুঁশিয়ারি আইএসএফ বিধায়ক নওশাদের


পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ভোর পাঁচটায় গৌরাঙ্গনে বৈতালিক, সাড়ে পাঁচটায় উদয়ন বাড়িতে কবি কণ্ঠ, সকাল সাতটায় উপাসনা গৃহে মন্দির, ৮.৪৫ মিনিটে উদয়ন বাড়িতে পুষ্প প্রদান, নটার সময় মাধবী বিতানে জন্মোৎসব পালন ও সন্ধ্যা সাতটায় গৌড় প্রাঙ্গণে শাপমোচন হবে বলে জানানো হয় বিশ্বভারতীর তরফে।


আরও পড়ুন: Bengal Weather Today: আন্দামান সাগরে শক্তি বাড়াচ্ছে মোকা, তবুও তাপপ্রবাহ বাংলায়


যদিও সোমবার প্রকাশিত সূচিতে দেখা যায় পঁচিশে বৈশাখের মূল দুটি অনুষ্ঠান অর্থাৎ জন্মোৎসব পালন ও শাপমোচন অনুষ্ঠানের কোনও উল্লেখ নেই। বিশ্বভারতীর তরফে এই দুটি অনুষ্ঠান বন্ধ করার কথা স্পষ্ট করা হয়েছে।  যেখানে তারা কারণ হিসেবে জানিয়েছে বিশেষ কারণে এই অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।


আর সেই জন্যই বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এই দিনের মূল দুটি অনুষ্ঠানে অংশগ্রহণকারী পড়ুয়া ও অভিভাবকদের একাংশ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)