নিজস্ব প্রতিবেদন: নাম না করে ফের ওয়াইসি এবং আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রায়দিঘির প্রচারসভায় ওয়াইসিকে ফের ‘বিজেপির বন্ধু’ বলে  কটাক্ষ করেন তিনি। সভামঞ্চ থেকে তিনি বলেন, 'সংখ্যালঘু ভাই-বোনেদের বলব হায়দরাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছে। আর ফুরফুরা শরিফের এক চ্যাঙড়াকে নিয়ে সে কয়েক কোটি টাকা খরচ করে কমিউনাল স্লোগান দিচ্ছে। আর হিন্দু মসলমানে ভাগাভাগির চেষ্টা করছে। আর মুসলমানের ভোটটাকেও ভাগাভাগির চেষ্টা করছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংখ্যালঘুদের উদ্দেশে এদিন মমতার বার্তা, 'সংখ্যালঘু এলাকায় কেউ অত্যাচার করতে এলে সবাই মিলে আজানের ধ্বনি দেবেন। দেখবেন সব চুপ করে গেছে। কোনও হিন্দু-মুসলমান অশান্তি করবে না, আমরা একসঙ্গে থাকি। এক সঙ্গে দুর্গাপুজো করি, একসঙ্গে কালিপুজো করি। একসঙ্গে ইফতার করি।'


এদিন রায়দিঘির সভা থেকে বিজেপিকে নিশানা করে একের পর এক তোপ দাগেন নেত্রী। পুলিসের পোশাক পরিয়ে বহিরাগত গুন্ডাদের এনে ভয় দেখাচ্ছে বিজেপি, বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রায়দিঘি কেন্দ্রে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে তাঁর অভিযোগ, নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঢুকে অত্যাচার করেছিল বহিরাগত গুন্ডারা।


আজ রায়দিঘি বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা ফের ক্ষমতায় এলে আগামী দিনে বাড়ির মহিলা অভিভাবকরা প্রতি মাসে একহাজার টাকা করে পাবেন বলে আবারও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।