নিজস্ব প্রতিবেদন:  গ্যাস সিলিন্ডারে নেই গ্যাস, রয়েছে জল।  ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বারাসতে নবপল্লিতে।  ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মদের সঙ্গে বিষ মিশিয়ে স্ত্রীকে খাওয়ালেন স্বামী, লাশ ফেলে রেখে এলেন হাসপাতালে!


সঞ্জিত ডাকুয়া বারাসতের নবপল্লির ৯ নম্বর সূর্য সেন পল্লির বাসিন্দা। তাঁর বাড়িতে পাঁচ দিন আগে গ্যাস আসেন।  সোমবার সকালে রান্নার সময়ে পুরনো সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যাওয়ায়, নতুন সিলিন্ডার লাগান সঞ্জিত। অভিযোগ, নতুন সিলিন্ডার লাগানোর পর থেকেই ওভেন জ্বলে বন্ধ হয়ে যাচ্ছিল। বার দুয়েক এই ঘটনার পর ভয় পেয়ে যান তাঁরা। সিলিন্ডারটা খুলে রাখেন তিনি। খবর দেন সার্ভিস ম্যানকে।


আরও পড়ুন:  পাড়ার পুজোর প্যান্ডেলের ভিতর চোখ যেতেই জ্ঞান হারালেন স্থানীয় বাসিন্দারা! ভয়ঙ্কর দৃশ্য


সার্ভিস ম্যান ওই সিলিন্ডারটি খতিয়ে দেখে জানান, সিলিন্ডারে জল ভর্তি রয়েছে। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বারাসত থানায় অভিযোগ দায়ের করেন  সঞ্জিত।  পুলিস এসে সিলিন্ডারটি খতিয়ে দেখে। দুজন ডেলিভারি বয়কে আটক করেছে পুলিস। সিলিন্ডারটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদিও ম্যানুফ্যাকচারিংয়ের সমস্যা বলেই মনে করা হচ্ছে।