নিজস্ব প্রতিবেদন: গার্ডেনরিচ জলপ্রকল্পের পাইপ মেরামতির জন্য শনিবার সকাল থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ জল সরবরাহ। বেহালা-যাদবপুর, জলকষ্টে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। পুরসভার তরফে জানানো হয়েছ, জরুরি প্রয়োজনে একদিন বন্ধ থাকবে জল সরবরাহ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গার্ডেনরিচ জলপ্রকল্প বন্ধ থাকায় চেতলা পাম্পিং স্টেশন থেকেও জল সরবরাহ হচ্ছে না। সব মিলিয়ে নির্জলা শনিবার কাটাচ্ছেন কালীঘাট, রানিকুঠি, গরফা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, গান্ধী ময়দান, গল্ফগ্রিন, সেনপল্লি, প্রফুল্লপার্কের বাসিন্দারা। 


আরও পড়ুন - হল না শেষ রক্ষা, এসএসকেএম-এ মৃত্যু হল কল্যাণী সরকারের কিডনি গ্রহীতার


জল বন্ধ রয়েছে দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ, বেহালা, টালিগঞ্জ, যাদবপুর সহ আট নম্বর থেকে ষোলো নম্বর বরোর একাধিক এলাকায়। রবিবার সকালে জল সরবরাহ স্বাভাবিক হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।