ওয়েব ডেস্ক: নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহার। শহর কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। জলমগ্ন আলিপুরদুয়ার জেলার বহু অংশ। টানা বৃষ্টিতে ফুঁসছে উত্তরবঙ্গের প্রায় সব নদী। আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ অক্ষরেখার জন্য এখুনি দুর্যোগ থেকে মুক্তি পাচ্ছে না উত্তরবঙ্গ। রয়েছে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে কোচবিহার শহরের প্রায় সর্বত্রই থইথই জল। কেশব রোড, RRN রোড সহ শহরের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। নাজেহাল শহরবাসী। ফুঁসছে তোর্সা, রায়ডাক, মানসাই, ধরলা, সোহো সহ একাধিক নদী।


পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। নাগাড়ে বৃষ্টিতে প্রাণ ওষ্ঠাগত কোচবিহারের রাজবাড়ি আবাসানের বাসিন্দাদের। দু-দিনের প্রবল বর্ষণে জলমগ্ন আলিপুরদুয়ার পুরসভার কুড়িটি ওয়ার্ড। শুধু আলিপুরদুয়ার পুর এলাকা নয় জেলার সব কটি ব্লক-ই জলমগ্ন। কালজানি-সংকোষে জল বাড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। ফুঁসছে সব নদীই ।


টানা বৃষ্টিতে চোখারাঙাচ্ছে তিস্তাও। মালবাজার ব্লকের চাপাডাঙা এলাকার দক্ষিণ চেংমারিতে মাটির বাঁধে ভাঙন দেখা দিয়েছে । জল ঢুকেছে ময়নাগুড়ির বাকালি এলাকায়। জল জমেছে জলপাইগুড়ি পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেও।  এমুহূর্তে উত্তরবঙ্গ হয়ে অসমের দিকে এবং দক্ষিণবঙ্গ হয়ে বঙ্গোপসাগরের দিকে অবস্থান করছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে। ফলে এখনই দুর্যোগ থেকে মুক্তির সম্ভাবনা নেই।