নিজস্ব প্রতিবেদন : দ্বিচারিতার অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের। অভিযোগ, ৫০০ তৃণমূল নেতা-কর্মী ঘরছাড়া রয়েছেন। তাঁরা ভোট দিতে পারেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একদিকে নন্দীগ্রাম যখন আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তখন পূর্ব মেদিনীপুর জেলারই ময়না ২০৬ বিধানসভার বাকচা অঞ্চলের প্রায় ৯২টি পরিবারের ৫০০ জন তৃণমূল নেতা, কর্মী, সমর্থক ঘরছাড়া রয়েছেন বলে অভিযোগ। এদের  মধ্যে রয়েছেন বাকচা অঞ্চলের প্রধান, তৃণমূল পঞ্চায়েত সদস্য থেকে শুরু দলীয় কর্মী সমর্থকেরা। 


অভিযোগ, নির্বাচন কমিশনকে  বারে বারে জানিও এই  ৯২ পরিবারের ৫০০ জন তৃণমূল কর্মীর ভোটদানের কোনও ব্যবস্থা করানো যায়নি। ঘরছাড়া তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, "আমরা ভোট দিতে যেতে চাই। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা করছে না।" তবে বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির পাল্টা অভিযোগ, ওই তৃণমুল নেতারা দীর্ঘদিন ধরে এই বাকচা গ্রাম পঞ্চায়েত সন্ত্রাস চালিয়েছে। তাই তাঁরা এলাকায় ফিরতে পারছেন না।


এর পাশাপাশি বিজেপির আরও অভিযোগ, নন্দীগ্রাম বিধানসভার কাঞ্চননগরে ২০২ নম্বর বুথের বিজেপি কর্মী অঙ্কুর জানা ও সন্দীপ নায়েকের বাড়ি ভাঙচুর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।


আরও পড়ুন, চণ্ডীপুরে বুথের সামনেই BJP কর্মীদের মারধর, আশঙ্কাজনক ১, আক্রান্ত তাঁর স্ত্রীও


WB Assembly Election 2021: নন্দীগ্রামের বয়ালের এক বুথে মুখ্যমন্ত্রী পৌঁছতেই জয় শ্রীরাম স্লোগান, BJP-TMC সমর্থকদের মধ্যে ধুন্ধুমার