নিজস্ব প্রতিবেদন:  ভোট এগিয়ে আসতেই রাজনৈতিক পারদ চড়ছে বাংলায়। নদিয়ায় থানার সামনেই চলল গুলি। নাকাশিপাড়ার বেথুয়াডহরির ঘটনা। অভিযোগের তির তৃণমূলের দিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে গ্রামছাড়া ছিলেন তিনি। কংগ্রেস সমর্থক ফিরোজ শেখ দু-দিন আগেই বাড়ি ফেরেন। গতকাল পঞ্চায়েত সদস্য জাহিদুল শেখের সঙ্গে বচসা বাধে তাঁর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WB assembly election 2021 : প্রথম দফার ভোটের ২ দিন আগে ৪ পুলিস কর্তা সহ জেলাশাসক বদলি কমিশনের


অভিযোগ, খবর পেয়ে প্রধানের স্বামী দলবল নিয়ে তাঁর ওপর চড়াও হন। ফিরোজ শেখকে মারধর করা হয় বলেও অভিযোগ। নাকাশিপাড়া থানায় নালিশ জানাতে যাওয়ার পথে দলবল নিয়ে ফিরোজ শেখকে তাড়া করেপঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী। শূন্যে তিন রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। পরে কংগ্রেস নেতৃত্বকে সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ জানান ফিরোজ। তবে এখনও অধরা দুষ্কৃতীরা।