নিজস্ব প্রতিবেদন: সিপিএমের এজেন্টকে বুথে ঢুকতে বাধা  ৷  সকাল সকাল শালবনির বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ  তৃণমূলের বিরুদ্ধে ৷  সুশান্ত ঘোষের এই অভিযোগ অস্বীকার করল তৃণমূল ৷ যদিও এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুমাইদহ প্রাথমিক স্কুলে সুশান্ত ঘোষের সঙ্গে বচসা দিয়ে শুরু৷  সুশান্ত বুথে ঢোকায় তৃণমূল কর্মীরা আপত্তি জানাযন বলে অভিযোগ ওঠে ৷ এরপরই  তৃণমূল কর্মীর সঙ্গে সিপিএম প্রার্থীর বচসা শুরু হয় ৷ এর আগে শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষ। এজেন্ট বসানোকে কেন্দ্র করে শালবনির শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর।


গড়বেতা ৩ নম্বরে ভেলাইয়া গ্রামে তৃণমূল কর্মী-সমর্থকরা সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সিপিএম প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগও ওঠে। সুশান্ত ঘোষ বুথ থেকে বেরোনোর সময় ঘটনাটি ঘটে।  পুলিশ এসে সুশান্ত ঘোষকে সেখান থেকে বের করে নিয়ে যায়। 


আরও পড়ুনWB Assembly Election 1st phase LIVE: শুরু প্রথম দফার ভোট, কেশিয়াড়িতে উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ


সুশান্ত ঘোষ বলেন, তাঁর এলাকার এজেন্টদের হুমকি দেওয়া হয়। ভয় দেখিয়ে তাঁদের বসতে দেওয়া হয়নি। বাইরে থেকে এজেন্ট এনে বুথে বসাতে হয়েছে। তৃণমীলের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে তিনি বলেন, ‘এভাবে ক্ষমতায় থাকা যায় না, আর তা ভোটের পরই বুঝতে পারবে তৃণমূল।‘


পশ্চিম মেদিনীপুরে ৬ আসনে প্রথম দফায় ভোট হচ্ছে আজ। তাতে একাধিক ভিআইপি প্রার্থী লড়ছেন। মেদিনীপুর আসনে তৃণমূলের হয়ে লড়ছেন অভিনেতা জুন মালিয়া। এই আসনে তাঁর প্রতিপক্ষ বিজেপির সমিত দাসও হেভিওয়েট প্রার্থী।


শালবনি আসনে সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের বিতর্কিত ৮ বছর পর জেলায় ফেরা সুশান্ত ঘোষ। তাঁর বিরুদ্ধে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শ্রীকান্ত মাহাতো। এর আগে সুশান্ত ঘোষ গড়বেতার বিধায়ক ছিলেন। এবার আসন বদলেছেন। শালবনি থেকে লড়ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।