নিজস্ব প্রতিবেদন: সকাল থেকেই মিনাখাঁ (Minakhan) বিধানসভার তেলিনিপাড়া থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছিল। এবার এক বিজেপি এজেন্টের (BJP Agent) মাথা ফাটল। নাম সিদ্ধে প্রামানিক। অভিযোগ, মিনাখাঁ বিধানসভা কেন্দ্রের তেলিনিপাড়া ৮০ নম্বর বুথের ঘটনা। বিজেপি ও তৃণমূলের  বিবাদের জেরে মাথা ফাটলো এক বিজেপি এজেন্টের। ঐ পোলিং এজেন্ট জানিয়েছেন যে, হঠাৎই ৭০-৮০ জনের এক দল তাঁকে ঘিরে ধরে।তাঁকে মারধর করে এবং আরেক বিজেপি এজেন্ট ভানু ভুঁইয়াকে তুলে নিয়ে চলে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকালেই খবর হয় যে বিজেপির এক এজেন্ট নিখোঁজ। বিজেপি (BJP) জানিয়েছে, তাঁদের এজেন্টের নাম ভানু ভুঁইয়া। সকাল ১১টা পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। তেলিলিপাড়ার ৮০ নম্বর বুথে বিজেপি প্রার্থীকেও ঢুকতে দেওয়া হয় নি বলে অভিযোগ।


গোটা ঘটনা কমিশনকে জানানো হয়েছে বলে দাবি বিজেপির (BJP)।তবে তাতেও বিশেষ লাভ হচ্ছে না, কারণ গোটা এলাকাই তৃণমূল ঘিরে রেখেছে বলে ক্ষোভে ফেটে পড়েন মিনাখাঁর বিজেপি প্রার্থী। তৃণমূল যদিও জানিয়েছে, অর্ধেকেরও বেশি আসনে এজেন্টই বসাতে পারে নি বিজেপি, তাই এমন বিক্ষোভ।


আরও পড়ুন- WB Assembly Election 2021: বাংলায় আরও একবার ভোটের দিন জোড়া সভায় আসছেন PM Modi