নিজস্ব প্রতিবেদন: বিজেপির তৃতীয় ও চতুর্থ  দফার প্রার্থীতালিকা প্রকাশ হতেই প্রায় রাজ্যজুড়ে একাধিক জায়গায় বিক্ষোভ শুরু করেছেন দলের কর্মী-সমর্থকরা। কোথাও টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতারা। কোথাও প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষোভ। রবিবার প্রার্থীতালিকা দেখেই  আলিপুরদুয়ারে বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার ঘর ঘেরাও করলেন দলের সমর্থকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নন্দীগ্রাম কাণ্ডে কড়া পদক্ষেপ কমিশনের, অপসারিত পূর্ব মেদিনীপুরের DM ও SP


রবিবার জয়গাঁয় গঙ্গাপ্রসাদের ঘরে গিয়ে বিক্ষোভ দেখান দলের সমর্থকরা। তাঁদের প্রশ্ন, একজন সদ্য মোর্চা(GJM) ত্যাগী নেতাকে কীভাবে কালচিনিতে(Kalchini) টিকিট দেওয়া হল। ওই আসনে বিশাল লামার প্রার্থীপদ বাতিল করতে হবে। তার পরিবর্তে যাকে খুশি দল প্রার্থী করুক। অভিযোগ, বিশাল লামাকে প্রার্থী করেছেন বিজেপি সাংসদ রাজু সিং বিস্তা। তাঁর বিরুদ্ধেও স্লোগান দিতে থাকেন তাঁরা। 


উল্লেখ্য, এতদিন মোর্চাতে ছিলেন বিশাল লামা। বিক্ষোভকারী বিজেপি সমর্থকদের অভিযোগ,  বিমল গুরুংয়ের(Bimal Gurung) অনুগামী এই নেতা কয়েক দিন আগেই দার্জিলিংয়ে গিয়ে রাজু বিস্তের হাত ধরে বিজেপিতে যোগ দেন। বিমল গুরুং তৃণমূলকে সমর্থন করার ঘোষণা করলেও মাত্র কয়েকদিন আগেই টিকিট পাওয়ার লোভে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন বিশাল লাম(Vishal Lama)। যারা এতদিন মার খেয়ে দলটা করছেন তাদের কেন বঞ্চিত করা হল। এনিয়ে বিশাল লামা বলেন, দল আমাকে দায়িত্ব দিয়েছে ৷ আমি সকলকে  নিয়েই কাজ করতে চাই ৷ 


আরও পড়ুন-সিঙ্গুরে মাস্টারমশাই, উত্তরপাড়ায় প্রবীর ঘোষালকে প্রার্থী করতেই BJP-তে তুমুল বিদ্রোহ


এনিয়ে খোদ বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা(Ganga Prasad Sharma) বলেন, অশোক লহরী আলিপুরদুয়ারের প্রার্থী হচ্ছে তা জানতামই না। এনিয়ে আমার সঙ্গে কোনও আলোচনা করেনি দল। তাঁকে চিনিও না। তাই অশোক লহরীর ব্যাপারে কিছু বলতে পারব না। দুদিন আগে বিশাল লামা গোর্খা জনমুক্তি মোর্চা থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। তাকেই কালচিনিতে প্রার্থী করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। এ ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব জেলার কোনও মতামত নেয়নি।