নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে ফের উত্তপ্ত নানুর। বীরভূমের নানুরে এবার বিজেপি কর্মীরা বৈঠক করার সময় তাঁদের উপর বোমা-বন্দুক নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরের গোপডিহি গ্রামে। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, সোমবার গ্রামে প্রচারে আসবেন নানুরের বিজেপি প্রার্থী। সেই কারণে তাঁরা একটি দলীয় বৈঠক করছিলেন শনিবার রাতে। অভিযোগ, তখনই রাতে তাঁদের উপর হামলা করে শাসকনদল আশ্রিত দুষ্কৃতীরা। বোমা, গুলি নিয়ে হামলা চালায় প্রায় ২৫ থেকে ৩০ জন দুষ্কৃতী। 


যদিও, হামলার ঘটনায় কেউ-ই সেভাবে আহত হয়নি। তবে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আজ সকাল থেকেও এলাকা থমথমে। ঘটনাস্থলে রয়েছে নানুর থানার পুলিস। হামলার ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে আটক করা হয়েছে।


আরও পড়ুন, WB Assembly Election 2021: মিছিলের সামনে 'জয় শ্রীরাম' ধ্বনি! বর্ধমানে প্রচারে বেরিয়ে 'আক্রান্ত' TMC প্রার্থী


WB assembly election 2021 : চাপড়ায় জোটে ভাঙন, ISF প্রার্থীর বিরোধিতায় মনোনয়ন জমা দিলেন CPIM-এর জাহাঙ্গীর বিশ্বাস