নিজস্ব প্রতিবেদন: জয়নগরে বিজেপির কেন্দ্রীয় নেতাকে মারধরের অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভা কেন্দ্রের মোল্লার চক গ্রামে। বিজেপির দাবি, এদিন জয়নগর দুনম্বর মন্ডল কমিটির সংখ্যালঘু সদস্য আমিনুদ্দিন শেখের বাড়িতে রিপোর্ট সংগ্রহে গিয়েছিলেন তাঁদের কেন্দ্রীয় নেতা তথা জয়নগরে পর্যবেক্ষক কেদারনাথ সিং। ছিলেন স্থানীয় নেতা,কর্মীরাও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Mamata Banerjee Health Update: বাড়িতে কী কী নিয়ম মানতে হবে Mamata-কে?


অভিযোগ, আচমকা আমিনুদ্দিনের বাড়ি ঘিরে ফেলে তাঁদের মারধর করে তৃণমূল কর্মীরা। জখম হন পাঁচজন। খবর পেয়ে বকুলতলা থানার পুলিস এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে পাঠায়। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, স্থানীয় দুষ্কৃতীদের নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা গ্রামবাসীদের হুমকি দিচ্ছিলেন। প্রতিবাদ করলে গন্ডগোল হয়।