নিজস্ব প্রতিবেদন : বিজেপি (BJP) কর্মীকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় উত্তেজনা ছড়াল মালদার (Maldah) মোথাবাড়িতে। গুলিবিদ্ধ  বিজেপি কর্মীর নাম উদয় মন্ডল। ঘটনাস্থলে রয়েছে মোথাবাড়ি থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির (BJP) সদস্যের দেওর উদয় মন্ডল। জানা গিয়েছে, ঘটনার সময় নিজের জমির দিকে যাচ্ছিলেন উদয়। সেইসময়ই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। তাঁর পায়ে গুলি লেগেছে। গুলিবিদ্ধ উদয় মন্ডলকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় যেমন উত্তেজনা ছড়িয়েছে। তেমনই আতঙ্ক ছড়িয়েছে। হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।


প্রসঙ্গত, সোমবারই মালদা (Maldah) জেলা পরিষদ হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)। গতকাল দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। তাঁর সঙ্গেই ওই জেলা পরিষদের আরও ১৩ জন সদস্যও বিজেপিতে যোগ দেন। অর্থাত্ মোট ১৪ জন সদস্য যোগ দেন বিজেপিতে। এরফলে মালদা জেলা পরিষদ বিজেপি দখল করেছে বলে জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর তারপরই দিনই মালদায় বিজেপি কর্মীকে গুলি! সবমিলিয়ে তুঙ্গে উত্তেজনার পারদ।


আরও পড়ুন, রাজ্যে ৮ দফা ভোট নিয়ে জনস্বার্থ মামলা, খারিজ করল সুপ্রিম কোর্ট


'ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম', কর্মিসভায় বার্তা Mamata-র