WB assembly election 2021 : প্রার্থী পছন্দ নয়, দলের ভিতর দ্বন্দ্ব ঘিরে বিড়ম্বনায় অনুব্রত মন্ডল
WB assembly election 2021: দল ভাবনাচিন্তা করছে মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানানো হয়েছে`।
নিজস্ব প্রতিবেদন: এবার বিড়ম্বনায় অনুব্রত মন্ডল। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পর সেই প্রার্থীকে মানতে রাজি নয় দলেরই একাংশ। প্রার্থী ঘোষণার বেশ কয়েকদিন হয়ে গেলেও আজও দেওয়ালে লেখা হল না বীরভূমে প্রার্থীর নাম। পাশাপাশি প্রার্থী বদলের জন্য অনুব্রত মন্ডলের কাছে আবেদন করেছে তৃণমূল কর্মীরা৷
ইতিমধ্যেই বীরভূম জেলা সহ রাজ্যের সমস্ত প্রান্তেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। তার মধ্যে বীরভূমের দুটি কেন্দ্রে প্রার্থী তালিকার বদলও হয়েছে। বীরভূমের দুবরাজপুর কেন্দ্রে প্রার্থী বদল করে নতুন প্রার্থী দেওয়া হয়েছে এবার নির্বাচনে। আগে এই বিধানসভার বিধায়ক ছিলেন নরেশ চন্দ্র বাউড়ি, এবার তাঁকে বদল করে নতুন প্রার্থী করা হয়েছে অসীমা ধীবরকে। আর সেই প্রার্থী ঘোষনা হতেই শুরু হয়ে গিয়েছে দ্বন্দ্ব। একাংশ তৃণমূল কর্মী মানতে নারাজ এই প্রার্থীকে। এমনকি, প্রার্থী নিজে একটি দেওয়াল লিখন করেছিলেন সেটি ছাড়া আর কোনও দেওয়ালে লেখা হয়নি প্রার্থীর নাম। এছাড়াও, জেলা সভাপতি অনুব্রত মন্ডলের কাছে প্রার্থী বদলেরও দাবি তোলা হয়েছে দলের একাংশ কর্মীদের তরফে।
প্রার্থী ঘোষণার পরও বীরভূম জেলায় সমস্যায় জেরবার তৃণমূল কংগ্রেস। নলহাটিতে এবার প্রার্থী না হওয়াই দল ছেড়েছেন প্রাক্তন বিধয়ক মইউদ্দিন সামস। অন্যদিকে, দুবরাজপুরে প্রার্থী বদলের দাবি নিয়ে সরব তৃনমূল কংগ্রেসের কর্মীরা৷
দলের ভিতরেই এই প্রার্থী ঘিরে দ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছেন দলের নেতৃত্বও। বীরভূম জেলার সহ সভাপতি তথা দুবরাজপুরের নেতা মলয় মুখার্জী বলেন, ' ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে দুবরাজপুর৷ আর দুবরাজপুরের প্রার্থীকে নিয়ে জেলা সভাপতি অনুব্রত মন্ডল সভাও করেছেন। কিন্তু দলের একাংশ অঞ্চলের কর্মীরা মানছেন না প্রার্থীকে৷ সেই কারণে জেলা সভাপতির কাছে প্রার্থী বদলের আবেদন করেছে তাঁরা৷ সম্প্রতি দল ভাবনাচিন্তা করছে মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানানো হয়েছে'।
তবে এই আবেদন জানানোর পর আগামীতে আদৌ প্রার্থী বদল হয় কিনা, এখন সেটাই দেখার।