নিজস্ব প্রতিবেদন: শেষ দফার ভোটগ্রহণ এখনও চলছে। রবিবার ফলাফল। তার আগেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের একাধিক জায়গা থেকে উদ্ধার হল তাজা বোমা।  পুলিস গিয়ে ওইসব বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধার করে। ভোটের পর অশান্তি পাকানোর জন্যই ওইসব বোমা বাঁধা হচ্ছিল বলে এলাকার মানুষজনের দাবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Covid রোগীর দেহ লোপাটের অভিযোগ, বহু চেষ্টায় হাসপাতালের বিরুদ্ধে Complaint নিল পুলিস


বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড়ের(Bhangor) শানপুকুর অঞ্চলের কাঁটাজালা গ্রামের খালপাড় এলাকায় হানা দেয় বিশাল পুলিস বাহিনী। খালপাড়ের একটি অস্থায়ী ঘর থেকে উদ্ধার হয় একাধিক বোমা ও বস্তায় ভরা বোমা তৈরির মশলা। ভাঙড়ের ভগবানপুর থেকে উদ্ধার হয় ২২টি তাজা বোমা।



অন্যদিকে, ভোগালি গ্রামের একটি বাঁশবাগান থেকে উদ্ধার হয় ৯টি তাজা বোমা। ওইসব বোমা নিষ্কৃয় করার জন্য খবর দেওয়া হয় বোম্ব স্কোয়ার্ডকে(Bomb Squard)।


আরও পড়ুন- খালি শয্যা, অ্যাম্বুল্যান্স থেকে টেলি মেডিসিন- হদিশ স্বাস্থ্য দফতরের নতুন পোর্টালে


পুলিস সুত্রে খবর ভাঙড়ের কাটজালা গ্রামে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে বোমা বাঁধার কাজ চলছিল বাগজোলা খাল পাড়ের একটি নির্জন ঘরে। পুলিস সেই ঘর ভেঙে দেয়।