নিজস্ব প্রতিবেদন : বিজেপিতে যোগ দিচ্ছেন দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। আজই বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই হেস্টিংসে বিজেপি পার্টি অফিসের উদ্দেশে রওনা দিয়ে দিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, এবার বিধানসভা ভোটে টিকিট পাননি বসিরহাট দক্ষিণের (Basirhat Dakshin) বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। টিকিট না পাওয়া নিয়ে ক্ষোভ ছিল। তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা প্রকাশের দিনই সেই ক্ষোভ জানিয়েছিলেন তিনি। কেন তাঁকে এবার টিকিট দেওয়া হল না, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও সেদিন দলবদল নিয়ে কোনও ঘোষণা করেননি তিনি। এরপরই আজ তাঁর বিজেপিতে (BJP) যোগদানের সিদ্ধান্ত।


উল্লেখ্য ২০১৬ বিধানসভা নির্বাচনে দীপেন্দু বিশ্বাসকে টিকিট দেয় তৃণমূল। বসিরহাট দক্ষিণে বিজেপির শমীক ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ২৪ হাজারের কিছু বেশি ভোটে শমীক ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হন তিনি। দীপেন্দু বিশ্বাসের প্রাপ্ত ভোট ছিল ৮৮,০৮৫টি। আর শমীক ভট্টাচার্য পান ৬৪,০২৭টি ভোট।


আরও পড়ুন, কংগ্রেসের আচরণে ক্ষুব্ধ সোমেন মিত্রের স্ত্রী-ছেলে, সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা


কেন্দ্র পছন্দ না হওয়ায় দল ছাড়ার জল্পনা, আগেই সরলা মূর্মুকে সরিয়ে দিল TMC